নোয়াখালীতে হত্যা করে নারায়ণগঞ্জে আত্মগোপন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- আপডেট সময় ০১:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ১৩৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে হাঁসে ধান খাওয়া নিয়ে এক নারীকে পিটিয়ে হত্যার এজাহারের আসামি স্বামী-স্ত্রীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাতে তথ্য প্রযুক্তি ও র্যাব-১১ এর সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে কবিরহাট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত ওছিউল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৪০)। অপর আসামি ওই দম্পতির মেয়ে রোজিনা বেগম (২৩) এখনো পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আসামিদের হাঁসে নিজের খেতের ধান খাওয়ায় শোর চিৎকার করেন একই এলাকার সোলায়মানের স্ত্রী আলেয়া বেগম (৫০)। পরে আসামিরা এসে বাকবিতন্ডার এক পর্যায়ে আলেয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে নারায়ণগঞ্জ থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকে রোববার আদালতে তোলা হবে। মামলার অপর আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ হত্যায় ব্যবহৃত লাঠি ও দা উদ্ধার করেছে।