কবিরহাটে হাঁসে ধান খাওয়া নিয়ে বিতন্ডায় নারীকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় ০৯:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৩৭২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে হাঁসে ধান খাওয়ার তুচ্ছ ঘটনার বাকবিতন্ডায় আলেয়া বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের বিটিভি বাজার এলাকার মো.সোলেমানের স্ত্রী। নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আসামিরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদেরকে আটকরে চেষ্টা চলছে।
নিহতের ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, প্রতিবেশী রেজিয়া বেগমের হাঁস আমাদের খেতের ধান খেয়ে ফেলে। এ নিয়ে জিজ্ঞাসা করায় রেজিয়া বেগম আমার মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে পরিবারের লোকজন নিয়ে রেজিয়া বেগম আমার মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রেজিয়া বেগম, তার স্বামী আবু তাহের ও তাদের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।