নোয়াখালী ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

আইনজীবীদের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ১৫ ‘গায়েবি মামলায়’ আসামি ১১০০, গ্রেপ্তার ১৫১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১৩৪১ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ২৮ অক্টোবরের পর দুইদিনে বিভিন্ন থানায় ১৫ গায়েবি মামলা দিয়ে আইনজীবীসহ এক হাজার ১০০ জনকে আসামি করেছে পুলিশ। এরমধ্যে ১৫১ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতি ভবনে বিএনপি-জামায়াত আইনজীবীদের সংগঠন ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

তিনি জানান, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর নোয়াখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে নির্বিচারে গণগ্রেপ্তার চালু করেছে পুলিশ। ঢাকা থেকে আসার পথে অসংখ্য নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে ভুয়া ঘটনায় গায়েবি মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। আসামিদের মধ্যে তিনজন আইনজীবীও রয়েছে। এসব মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে অতিউৎসাহী হয়ে গ্রেপ্তার করছে পুলিশ। কোনো ঘটনা ছাড়া গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দুইদিনে দায়ের করা বিশেষ ক্ষমতাসহ বিস্ফোরক আইনের মামলাগুলোর একটিরও সত্যতা নাই। বিষয়টি আমরা আদালতের নজরে এনেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সমন্বয়ক অ্যাডভেকেট রবিউল হাসান পলাশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট কাজী কবির, আমির হোসেন, নিজাম উদ্দিন, মাহমুদ হাসান শাকিল প্রমুখ।

এরআগে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জেলায় ১২ মামলায় দুইদিনে ১৫১ জনকে গ্রেপ্তারের বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে সুধারাম থানায় ২১, হাতিয়ায় দুই, কোম্পানীগঞ্জে ১৪, বেগমগঞ্জে ৩৭, সেনবাগে ১৮, চাটখিলে ছয়, সোনাইমুড়ীতে ২৫, চরজব্বরে ১২, কবিরহাটে দুই ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

আইএইচএম/জেএফ.

নিউজটি শেয়ার করুন

আইনজীবীদের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ১৫ ‘গায়েবি মামলায়’ আসামি ১১০০, গ্রেপ্তার ১৫১

আপডেট সময় ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

নোয়াখালীতে ২৮ অক্টোবরের পর দুইদিনে বিভিন্ন থানায় ১৫ গায়েবি মামলা দিয়ে আইনজীবীসহ এক হাজার ১০০ জনকে আসামি করেছে পুলিশ। এরমধ্যে ১৫১ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতি ভবনে বিএনপি-জামায়াত আইনজীবীদের সংগঠন ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

তিনি জানান, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর নোয়াখালীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে নির্বিচারে গণগ্রেপ্তার চালু করেছে পুলিশ। ঢাকা থেকে আসার পথে অসংখ্য নেতাকর্মীকে বাস থেকে নামিয়ে ভুয়া ঘটনায় গায়েবি মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। আসামিদের মধ্যে তিনজন আইনজীবীও রয়েছে। এসব মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে অতিউৎসাহী হয়ে গ্রেপ্তার করছে পুলিশ। কোনো ঘটনা ছাড়া গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দুইদিনে দায়ের করা বিশেষ ক্ষমতাসহ বিস্ফোরক আইনের মামলাগুলোর একটিরও সত্যতা নাই। বিষয়টি আমরা আদালতের নজরে এনেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সমন্বয়ক অ্যাডভেকেট রবিউল হাসান পলাশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট কাজী কবির, আমির হোসেন, নিজাম উদ্দিন, মাহমুদ হাসান শাকিল প্রমুখ।

এরআগে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জেলায় ১২ মামলায় দুইদিনে ১৫১ জনকে গ্রেপ্তারের বিষয়টি ডিজিটাল নোয়াখালীকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে সুধারাম থানায় ২১, হাতিয়ায় দুই, কোম্পানীগঞ্জে ১৪, বেগমগঞ্জে ৩৭, সেনবাগে ১৮, চাটখিলে ছয়, সোনাইমুড়ীতে ২৫, চরজব্বরে ১২, কবিরহাটে দুই ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

আইএইচএম/জেএফ.