কোরানখানি ও মিলাদের আয়োজন
বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহর ৩২তম মৃত্যুবার্ষিকী সোমবার
- আপডেট সময় ১০:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৩৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহর (বিএ) ৩২তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৪ আগস্ট)। ১৯৯১ সালের ১৪ আগস্ট ৫৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জননেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ সহোদর ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহ।
রোববার (১৩ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে জেকা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, তাঁর পিতা কর্মময় জীবনের প্রথম দিকে ব্যাংকার, পরবর্তীতে প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। পাশাপাশি তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) সকালে মরহুমের নিজ বাস ভবনে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এতিম-দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বাবা মরহুম এনায়েত উল্লাহর মৃত্যুবার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।