নোয়াখালী ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে সিপিবির কর্মী সমাবেশ

লুটেরাদের ক্ষমতার খেলা বন্ধে চাই বিকল্প শক্তি: কমরেড শাহ আলম

ইকবাল হোসেন মজনু
  • আপডেট সময় ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / ১৩৩৯ বার পড়া হয়েছে

লুটেরা দুই দলের ক্ষমতার খেলা থেকে জনগণকে মুক্ত করতে বিকল্প শক্তি গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নোয়াখালী বার লাইব্রেরি মিলনায়তনে দলের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড মো. শাহ আলম আরও বলেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এরজন্য দায়ী শাসক শ্রেণির লুটেরা দুই দল। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। এ জন্য দল নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন আজ জনগণের মূল দাবিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু নীতির পরিবর্ত না হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। লুটেরা দুই দলের ক্ষমতার খেলা থেকে জনগণকে মুক্ত করতে বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। তবেই জনগণের মুক্তি সম্ভব।

সমাবেশে সিপিবির নোয়াখালী জেলার সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কমরেড পরেশ কর, কমরেড অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রছুল মামুন, কমরেড ডাঃ. আবু তাহের ভূঁঞা, কমরেড মজিবল হক মজিব, কমরেড জাফর উল্লাহ বাহার, কমরেড অ্যাডভোকেট প্রদ্যুৎ কান্তি পাল, কমরেড বিমল মজুমদার, কমরেড নূর মোহাম্মদ প্রমুখ।

পরে বিকেলে একই মিলনায়তনে সিপিবির নোয়াখালী জেলা সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সমীর চক্রবর্তীর প্রয়াণে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়। এতেও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

এসময় তিনি প্রয়াত সমীর চক্রবর্তীকে আজীবন বিপ্লবী উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতি ধরে রাখতে সমীর চক্রবর্তীর নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে সিপিবির কর্মী সমাবেশ

লুটেরাদের ক্ষমতার খেলা বন্ধে চাই বিকল্প শক্তি: কমরেড শাহ আলম

আপডেট সময় ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

লুটেরা দুই দলের ক্ষমতার খেলা থেকে জনগণকে মুক্ত করতে বিকল্প শক্তি গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নোয়াখালী বার লাইব্রেরি মিলনায়তনে দলের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড মো. শাহ আলম আরও বলেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এরজন্য দায়ী শাসক শ্রেণির লুটেরা দুই দল। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। এ জন্য দল নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন আজ জনগণের মূল দাবিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু নীতির পরিবর্ত না হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। লুটেরা দুই দলের ক্ষমতার খেলা থেকে জনগণকে মুক্ত করতে বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। তবেই জনগণের মুক্তি সম্ভব।

সমাবেশে সিপিবির নোয়াখালী জেলার সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কমরেড পরেশ কর, কমরেড অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রছুল মামুন, কমরেড ডাঃ. আবু তাহের ভূঁঞা, কমরেড মজিবল হক মজিব, কমরেড জাফর উল্লাহ বাহার, কমরেড অ্যাডভোকেট প্রদ্যুৎ কান্তি পাল, কমরেড বিমল মজুমদার, কমরেড নূর মোহাম্মদ প্রমুখ।

পরে বিকেলে একই মিলনায়তনে সিপিবির নোয়াখালী জেলা সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সমীর চক্রবর্তীর প্রয়াণে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়। এতেও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

এসময় তিনি প্রয়াত সমীর চক্রবর্তীকে আজীবন বিপ্লবী উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতি ধরে রাখতে সমীর চক্রবর্তীর নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার ঘোষণা দেন।