নোয়াখালী ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ-কবিরহাটে গ্যাস দেওয়ার দাবি কাদের মির্জার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৪১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ জন্য তিনি বড়ভাই স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি এ দাবি করেন। ২৩ মিনিটের লাইভে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচিত এ মেয়র।

কাদের মির্জা বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জে গ্যাস সংযোগের প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযোগের অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যয় বেশি হওয়ায় সংযোগ স্থাপন করা যাচ্ছে না। কবিরহাট-কোম্পানীগঞ্জের মানুষ চায় দ্রুত গ্যাস সংযোগ। আশা করি দ্রুত আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয় ভূমিকা রাখবেন। কারণ তিনি এ এলাকার সংসদ সদস্য।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জবাসীকে একটি সুখবর দিচ্ছি। দীর্ঘদিন ধরে দক্ষিণে চর এলাহীর বিভিন্ন এলাকা মেঘনার স্রোতে তীব্র ভাঙনের শিকার হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) রেজুলেশনে সেখানে ক্রসডেম নির্মাণের প্রকল্প উঠেছে। আশা করছি আগামী সভায় তা পাস হবে। ফলে নদীভাঙন থেকে সেখানকার মানুষ রক্ষা পাবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধ সম্পর্কে বলেন, দীর্ঘদিন কোম্পানীগঞ্জে দুইটি পক্ষ ছিল নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন শান্তির জন্য দু’পক্ষ ঐক্যবদ্ধ হয়েছি। এর ফলে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগের জন্য কাজ করতে পারব।

বিএনপি সম্পর্কে কাদের মির্জা বলেন, দলটি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করেছে। ইতোমধ্যে তারা মেন্দি এন সাফাদির সঙ্গে বিভিন্ন সভা করেছে। তাদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দল। তাদের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, সার্ক আওতাভুক্ত অনেকগুলো দেশ দেউলিয়া হয়েছে। আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট রয়েছে। শ্রীলঙ্কার সংকটের কথা সারাবিশ্ব জানে। পাকিস্তানে বেশি টাকা দিয়েও মানুষ আটা কিনতে পারছে না। নেপালের রিজার্ভ তলানিতে রয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সারাবিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছেন। অসহায় মানুষের জন্য তিনি নানান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকার অপরাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলে বেশ আলোচনায় আসন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি টানা তৃতীয়বারসহ চারবার বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জ-কবিরহাটে গ্যাস দেওয়ার দাবি কাদের মির্জার

আপডেট সময় ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ জন্য তিনি বড়ভাই স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি এ দাবি করেন। ২৩ মিনিটের লাইভে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচিত এ মেয়র।

কাদের মির্জা বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জে গ্যাস সংযোগের প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযোগের অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যয় বেশি হওয়ায় সংযোগ স্থাপন করা যাচ্ছে না। কবিরহাট-কোম্পানীগঞ্জের মানুষ চায় দ্রুত গ্যাস সংযোগ। আশা করি দ্রুত আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয় ভূমিকা রাখবেন। কারণ তিনি এ এলাকার সংসদ সদস্য।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জবাসীকে একটি সুখবর দিচ্ছি। দীর্ঘদিন ধরে দক্ষিণে চর এলাহীর বিভিন্ন এলাকা মেঘনার স্রোতে তীব্র ভাঙনের শিকার হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) রেজুলেশনে সেখানে ক্রসডেম নির্মাণের প্রকল্প উঠেছে। আশা করছি আগামী সভায় তা পাস হবে। ফলে নদীভাঙন থেকে সেখানকার মানুষ রক্ষা পাবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধ সম্পর্কে বলেন, দীর্ঘদিন কোম্পানীগঞ্জে দুইটি পক্ষ ছিল নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন শান্তির জন্য দু’পক্ষ ঐক্যবদ্ধ হয়েছি। এর ফলে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগের জন্য কাজ করতে পারব।

বিএনপি সম্পর্কে কাদের মির্জা বলেন, দলটি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করেছে। ইতোমধ্যে তারা মেন্দি এন সাফাদির সঙ্গে বিভিন্ন সভা করেছে। তাদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দল। তাদের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, সার্ক আওতাভুক্ত অনেকগুলো দেশ দেউলিয়া হয়েছে। আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট রয়েছে। শ্রীলঙ্কার সংকটের কথা সারাবিশ্ব জানে। পাকিস্তানে বেশি টাকা দিয়েও মানুষ আটা কিনতে পারছে না। নেপালের রিজার্ভ তলানিতে রয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সারাবিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছেন। অসহায় মানুষের জন্য তিনি নানান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকার অপরাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলে বেশ আলোচনায় আসন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি টানা তৃতীয়বারসহ চারবার বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।