বসুরহাট পৌর বিএনপি নেতা মামুন কাতারে সংবর্ধিত
- আপডেট সময় ০১:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৪৬২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব মো. আবদুল্লাহ আল মামুনকে কাতার প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে নোয়াখালী জেলা জাতীয়তাবাদি ফোরাম (কাতার) এ সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের সভাপতি নুর আলম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির যুগ্ম-সম্পাদক গোলাম ছারওয়ার মিশু।
ফোরামের সাধারণ সম্পাদক কাওছার আলম ভূইয়ার সার্বিক তত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাগরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাতার বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন মোল্লা, আবুল কাশেম ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান, প্রচার সম্পাদক রাহেল মাহমুদ, সোহেল খান, কেএম পলাশ, নোয়াখালী জাতীয়তাবাদি ফোরামের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, ফয়জুল ইসলাম মিশন, ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে নোয়াখালীসহ বিভিন্ন এলাকার শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।