যুবকের ব্যাগে মিললো ‘ভারতীয়’ ৫০ চোরাই মোবাইল
- আপডেট সময় ০৩:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৪৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ৫০টি ‘ভারতীয়’ চোরাই মোবাইলসহ মো. সাফায়েত হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একলাশপুর ইউনিয়নের বেচুমিয়ার দোকান এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সাফায়েত হোসেন জেলার সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের মো. রফিক উল্যাহর ছেলে। তার ব্যাপারে তদন্ত চলছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন যুবককে আটক করে তার ব্যাগ থেকে ৫০টি ব্যবহৃত স্মার্টফোন জব্দ করেছে।
জিজ্ঞাসাবাদে সাফায়েত জানায়, মোবাইল ফোনগুলো তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনেছেন। এগুলো বাংলাদেশের বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।