নোয়াখালী ০২:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

চরজব্বরের কিশোর গ্যাং লিডার সেই রাসেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১৪৯০ বার পড়া হয়েছে

গ্রেফতার মো. রাসেদ।

নোয়াখালীর সুবর্ণচরে মো. রাসেদ (২৮) নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) রাতে চরজব্বরের জাহাজমারা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রাসেদ সুবর্ণচর উপজেলার চরজব্বব ইউনিয়নের জাহাজমারা গ্রামের কাঞ্চন মাঝির পুরাতন বাড়ির মো. মফিজুল হকের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, চেউয়াখালী বাজারের ব্যবসায়ী হাজী মো. জাকের হোসেনকে মারধরের ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় ‘রাসেদ বাহিনী‘ গঠন করে সন্ত্রাস চাঁদাবাজিসহ ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৮ মে রাতে বিদ্যালয়ের কমিটিতে আধিপত্য বিস্তার করতে জাহাজমারা রেডক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মো. জাকের হোসেনকে মারধর করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রাসেদের বিরুদ্ধে এর আগেরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, শনিবার স্থানীয় চেউয়াখালী বাজারে ব্যবসায়ীরা রাসেদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে। এ নিয়ে ডিজিটাল নোয়াখালীতে ‘চরজব্বরে রাসেদ বাহিনীর অত্যাচারে দুই গ্রামের মানুষ অতিষ্ঠ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়রা জানায়, গত ১০ ফেব্রুয়ারির ইউপি নির্বাচনে চরজব্বর ইউনিয়নে নৌকার বিদ্রোহী ওমর ফারুকের পক্ষে কাজ করেন রাসেদ। নির্বাচনে বিদ্রোহী ওমর ফারুক জয়লাভের পর রাসেদের নেতৃত্বে নৌকার কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালায়। এর মধ্যে রাসেদ তার বাবা, মা ও বড়ভাই নুরুদ্দিনসহ অন্তত ১৫ জনের ওপর আক্রমণ করে।

নিউজটি শেয়ার করুন

চরজব্বরের কিশোর গ্যাং লিডার সেই রাসেদ গ্রেফতার

আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে মো. রাসেদ (২৮) নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) রাতে চরজব্বরের জাহাজমারা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রাসেদ সুবর্ণচর উপজেলার চরজব্বব ইউনিয়নের জাহাজমারা গ্রামের কাঞ্চন মাঝির পুরাতন বাড়ির মো. মফিজুল হকের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, চেউয়াখালী বাজারের ব্যবসায়ী হাজী মো. জাকের হোসেনকে মারধরের ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় ‘রাসেদ বাহিনী‘ গঠন করে সন্ত্রাস চাঁদাবাজিসহ ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৮ মে রাতে বিদ্যালয়ের কমিটিতে আধিপত্য বিস্তার করতে জাহাজমারা রেডক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মো. জাকের হোসেনকে মারধর করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রাসেদের বিরুদ্ধে এর আগেরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, শনিবার স্থানীয় চেউয়াখালী বাজারে ব্যবসায়ীরা রাসেদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে। এ নিয়ে ডিজিটাল নোয়াখালীতে ‘চরজব্বরে রাসেদ বাহিনীর অত্যাচারে দুই গ্রামের মানুষ অতিষ্ঠ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়রা জানায়, গত ১০ ফেব্রুয়ারির ইউপি নির্বাচনে চরজব্বর ইউনিয়নে নৌকার বিদ্রোহী ওমর ফারুকের পক্ষে কাজ করেন রাসেদ। নির্বাচনে বিদ্রোহী ওমর ফারুক জয়লাভের পর রাসেদের নেতৃত্বে নৌকার কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালায়। এর মধ্যে রাসেদ তার বাবা, মা ও বড়ভাই নুরুদ্দিনসহ অন্তত ১৫ জনের ওপর আক্রমণ করে।