নোয়াখালী ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১৫০৮ বার পড়া হয়েছে

নিহত মোহাম্মদ সুজন

ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকালে নিহতের বড়ভাই এনামুল হক মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাজ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেনের (তজু মিয়া) ছোট ছেলে।

এনামুল হক মাস্টার বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষি কাজ করতেন। মালিকের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

তিনি আরও জানান, বাবাহারা আমরা দুই ভাই। আমি সিএনজিচালিত অটোরিকশা চালাই। সাত বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সুজন ওমানে পাড়ি জমায়। সাত বছর সেখানে চাকরি করে কোরবানির ঈদের আগে দেশে আসার কথা ছিল। তার জন্য পাত্রী দেখা হচ্ছিল। সেটি আজ শোকে রূপান্তরিত হলো। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৯:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকালে নিহতের বড়ভাই এনামুল হক মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাজ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেনের (তজু মিয়া) ছোট ছেলে।

এনামুল হক মাস্টার বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষি কাজ করতেন। মালিকের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

তিনি আরও জানান, বাবাহারা আমরা দুই ভাই। আমি সিএনজিচালিত অটোরিকশা চালাই। সাত বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সুজন ওমানে পাড়ি জমায়। সাত বছর সেখানে চাকরি করে কোরবানির ঈদের আগে দেশে আসার কথা ছিল। তার জন্য পাত্রী দেখা হচ্ছিল। সেটি আজ শোকে রূপান্তরিত হলো। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।