মুছাপুরে ১৭০০ পরিবারে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান আইয়ুব আলী
- আপডেট সময় ১০:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৪৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে ঈদ পোশাক ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এরমধ্যে এক হাজার ২০০ শাড়ি-লুঙ্গী এবং ৫০০ জনকে নগদ টাকা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেন, মুছাপুরের জনগনের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে অনুরোধ করা হয়েছে। আশা করি দীর্ঘদিনের জঞ্জাল থেকে এবার মুছাপুরবাসীরা মুক্তি পাবে। ঈদ উপহার ও নগদ টাকা বিতরণের জন্য চেয়ারম্যান আইয়ুব আলীকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি।
চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আমার এলাকার জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে আমি তা কখনো ভুলবো না। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নায় আমি সবসময় অংশীদার হবো ইনশাআল্লাহ।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি মেম্বাররাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।