দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালী জাতীয় পার্টির মানববন্ধন
- আপডেট সময় ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পবিত্র রমজানের আগ মূহুর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণে নাভিশ্বাস উঠেছে, এরমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি কমিটি কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির সুপারিশ অমানবিক বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতারা।
বুধবার (২৩ মার্চ) দুপুরে তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তারা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। এ দায় কোনোভাবেই সরকার এড়াতে পারেন না। জনগনের সমস্যার সমাধান করতে না পারলে পদত্যাগ করে বিদায় নিন।
বক্তারা আরও বলেন, চাল-ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে সাধারণের যখন নাভিশ্বাস উঠেছে, ঠিক সেই মুহুর্তে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। যা অমানবিক এবং মরার উপর খাড়ার ঘাঁ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, সদর উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, শ্রমিক পার্টির জেলা সভাপতি মিলন শিকদার, যুবসংহতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মনু প্রমুখ। এতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি কমিটি।