বেগমগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
- আপডেট সময় ০৪:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৪৯০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতম দুর্ধর্ষ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের মৃত নুরুজ্জামানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীর (৩৮), হাজিপুর গ্রামের মো. সহিদুল হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো. জাহিদ হাসান রাসেল (৩৫) ও পৌর হাজিপুর গ্রামের মৃত দাইয়ু মিয়ার ছেলে মো. শাহ আলম (৫০)।
রোববার (৬ মার্চ) বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত দুই দিনে অভিযান চালিয়ে মাদক মামলায় তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কসাই জাহাঙ্গীরের ছয় মাসে সাজা ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাহ আলমের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ওসি রনি আরও জানান, গ্রেফতার দুর্ধর্ষ কসাই জাহাঙ্গীরের বিরুদ্ধে সাজাসহ চারটি গ্রেফতারী পরোয়ানা ছাড়াও বিভিন্ন অপরাধে তার বিরেুদ্ধে আরও ১৪টি মামলা আদালতে চলমান আছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে বেগমগঞ্জে ইতোমধ্যে বেশকিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার করায় জনমনে স্বাস্তি ফিরে এসেছে।