নোয়াখালী ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

মুছাপুরের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে ইউনিয়নবাসীর গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৪৭৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের মাঠে মুছাপুরের জনগণের পক্ষ থেকে এ সংবর্ধনার জমকালো আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক একরামুল হক মিয়ার সভাপতিত্বে আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের গণমানুষের নেতা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, আইয়ুব আলীর জনপ্রিয়তা মুছাপুরের জনগণ দেখিয়ে দিয়েছে। ভোটে কয়েক কেন্দ্রে কারচুপি না করলে পাঁচ হাজার ভোটের ব্যবধানে আইয়ুব আলী জয়লাভ করতো। তার পরও যারা আইযুব আলীর জন্য পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আলোচিত এ মেয়র।

কাদের মির্জা আইয়ুব আলীকে উদ্দেশ্য করে বলেন, তুমি পরিষদের বাহিরে আওয়ামী লীগ নেতা। পরিষদে ঢুকলে তুমি মুছাপুরের চেয়ারম্যান। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সবাই তোমার জন্য সমান। এমনকি সাবেক চেয়ারম্যান মাহফুজ চৌধুরী কিংবা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী আসলেও যেন সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘এখানে রূপগঞ্জের সন্ত্রাসী ছাত্রদলের সাবেক দুর্ধর্ষ ক্যাডার ওসি সাজ্জাদ রোমন আসার পর থেকে কোম্পানীগঞ্জে গুপ্ত হত্যাসহ নানা ধরনের অনিয়ম শুরু হয়েছে। কোম্পানীগঞ্জের মানুষ অতিষ্ঠ। কিছুদিন আগে আপনারা শুনেছেন, দক্ষিণ এলাকায় একটা অটোরিকশা চুরি করার সময় পুলিশ ধরা পড়েছে। আজকে মানুষের কাছে প্রতীয়মাণ হয়েছে, এই অটোরিকশা পুলিশ চুরি করেছে, আর একটা হিন্দু নিরীহ ছেলে…অটোরিকশা চালিয়ে সংসার চালায়, এই ছেলেকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে। ওসি সাজ্জাদ ছেলেটির বাবার কাছ থেকে যেনতেন একটা মামলা নিয়েছে। কিন্তু কোনো প্রতিকার নাই। এই ওসি সাজ্জাদ এখানে থাকলে এটার ন্যায়বিচার পাওয়া যাবে না।’

বসুরহাট পৌরসভার এই মেয়র ওসির গ্রেফতার দাবি করে বলেন, ‘ওসি সাজ্জাদ, রূপগঞ্জে যখন সাত মার্ডার হয়েছে, তখন সে সেখানে ছিল। সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং পুলিশের থেকেও সে ট্যাক্স নেয়, এখানকার পুলিশেরা সেটা স্বীকার করবে। এত দুর্ধর্ষ, এত অনিয়ম করছে…ওসি সাজ্জাদকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে এই ছেলের হত্যার ঘটনার প্রকাশ পাবে। আমরা তার গ্রেফতার চাই।’

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আইয়ুব আলী বলেন, আমি সকল দুঃখ ভুলে গেছি। আসুন আমরা সবাই মিলে মুছাপুরকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করি। এজন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মেয়র আবদুল কাদের মির্জা ও ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অনেকে বক্তব্য রাখেন। পরে দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নারী পুরুষসহ দর্শকদের উপচে পড়া ভীড় ছিল।

নিউজটি শেয়ার করুন

মুছাপুরের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে ইউনিয়নবাসীর গণসংবর্ধনা

আপডেট সময় ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের মাঠে মুছাপুরের জনগণের পক্ষ থেকে এ সংবর্ধনার জমকালো আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক একরামুল হক মিয়ার সভাপতিত্বে আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের গণমানুষের নেতা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, আইয়ুব আলীর জনপ্রিয়তা মুছাপুরের জনগণ দেখিয়ে দিয়েছে। ভোটে কয়েক কেন্দ্রে কারচুপি না করলে পাঁচ হাজার ভোটের ব্যবধানে আইয়ুব আলী জয়লাভ করতো। তার পরও যারা আইযুব আলীর জন্য পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আলোচিত এ মেয়র।

কাদের মির্জা আইয়ুব আলীকে উদ্দেশ্য করে বলেন, তুমি পরিষদের বাহিরে আওয়ামী লীগ নেতা। পরিষদে ঢুকলে তুমি মুছাপুরের চেয়ারম্যান। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সবাই তোমার জন্য সমান। এমনকি সাবেক চেয়ারম্যান মাহফুজ চৌধুরী কিংবা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী আসলেও যেন সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘এখানে রূপগঞ্জের সন্ত্রাসী ছাত্রদলের সাবেক দুর্ধর্ষ ক্যাডার ওসি সাজ্জাদ রোমন আসার পর থেকে কোম্পানীগঞ্জে গুপ্ত হত্যাসহ নানা ধরনের অনিয়ম শুরু হয়েছে। কোম্পানীগঞ্জের মানুষ অতিষ্ঠ। কিছুদিন আগে আপনারা শুনেছেন, দক্ষিণ এলাকায় একটা অটোরিকশা চুরি করার সময় পুলিশ ধরা পড়েছে। আজকে মানুষের কাছে প্রতীয়মাণ হয়েছে, এই অটোরিকশা পুলিশ চুরি করেছে, আর একটা হিন্দু নিরীহ ছেলে…অটোরিকশা চালিয়ে সংসার চালায়, এই ছেলেকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে। ওসি সাজ্জাদ ছেলেটির বাবার কাছ থেকে যেনতেন একটা মামলা নিয়েছে। কিন্তু কোনো প্রতিকার নাই। এই ওসি সাজ্জাদ এখানে থাকলে এটার ন্যায়বিচার পাওয়া যাবে না।’

বসুরহাট পৌরসভার এই মেয়র ওসির গ্রেফতার দাবি করে বলেন, ‘ওসি সাজ্জাদ, রূপগঞ্জে যখন সাত মার্ডার হয়েছে, তখন সে সেখানে ছিল। সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং পুলিশের থেকেও সে ট্যাক্স নেয়, এখানকার পুলিশেরা সেটা স্বীকার করবে। এত দুর্ধর্ষ, এত অনিয়ম করছে…ওসি সাজ্জাদকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে এই ছেলের হত্যার ঘটনার প্রকাশ পাবে। আমরা তার গ্রেফতার চাই।’

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আইয়ুব আলী বলেন, আমি সকল দুঃখ ভুলে গেছি। আসুন আমরা সবাই মিলে মুছাপুরকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করি। এজন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মেয়র আবদুল কাদের মির্জা ও ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অনেকে বক্তব্য রাখেন। পরে দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নারী পুরুষসহ দর্শকদের উপচে পড়া ভীড় ছিল।