কোম্পানীগঞ্জে লুণ্ঠিত মালামালসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় ০৭:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৪৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিরাজপুরের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের শ্যামল মজুমদারের ছেলে রকি মজুমদার (১৮), একই গ্রামের বেলালের ছেলে মো. নাজিম (২১) ও আলাউদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২২)।
তাদের মধ্যে রকি মজুমদারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ও নাজিম উদ্দিনের কাছ থেকে নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিরা সিরাজপুরের ৭নং ওয়ার্ডের হাবিবপুরের সরকার দীঘি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর আলীপুর গ্রামের মো. শাহেদ বাদী হয়ে ছিনতাইয়ের মামলা (নম্বর-৯) দায়ের করেছেন।
মামলার বাদী মো. শাহেদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া তিনটায় দুধমুখা-ভুইয়ারহাট সড়কের হাবিবপুরে অটোরিকশা থামিয়ে যাত্রীদের থেকে আসামিরা অস্ত্রের মুখে ছয়টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই লাখ ১২ হাজার ৬৮০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।