নোয়াখালী ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চরজব্বর ও চরজুবিলী ইউপি নির্বাচন

সূবর্ণচরে বিদ্রোহীদের কাছে নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৪৯৭ বার পড়া হয়েছে

বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক ও মো. সাইফুল্যাহ খসরু

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবিলী ইউনিয়নে নিজ দলের বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চরজব্বর ইউনিয়নে আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক ১৬ হাজার ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৬৮ ভোট।

অন্যদিকে চরজুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্যাহ খসরু ১২ হাজার ৫৮০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. হানিফ চৌধুরী পেয়েছেন পাঁচ হাজার ৬৮২ ভোট।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সব কেন্দ্রে সমন্বিত এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, দুই ইউনিয়নে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চরজব্বর ইউনিয়ন ২৩ হাজার ৪৯৫টি এবং চরজুবিলী ইউনিয়নে ২১ হাজার ৪৫৪টি বৈধ ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তায় সুবর্ণচরের চরজব্বর ও চরজুবিলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

নির্বাচনে চেয়াম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ২৪ জন ও সাধারণ মেম্বার পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

চরজব্বর ও চরজুবিলী ইউপি নির্বাচন

সূবর্ণচরে বিদ্রোহীদের কাছে নৌকার ভরাডুবি

আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবিলী ইউনিয়নে নিজ দলের বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চরজব্বর ইউনিয়নে আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক ১৬ হাজার ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৬৮ ভোট।

অন্যদিকে চরজুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্যাহ খসরু ১২ হাজার ৫৮০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. হানিফ চৌধুরী পেয়েছেন পাঁচ হাজার ৬৮২ ভোট।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সব কেন্দ্রে সমন্বিত এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, দুই ইউনিয়নে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চরজব্বর ইউনিয়ন ২৩ হাজার ৪৯৫টি এবং চরজুবিলী ইউনিয়নে ২১ হাজার ৪৫৪টি বৈধ ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তায় সুবর্ণচরের চরজব্বর ও চরজুবিলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

নির্বাচনে চেয়াম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ২৪ জন ও সাধারণ মেম্বার পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।