ছয় মামলার দুর্ধর্ষ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫১৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীর দুর্ধর্ষ মাদক কারবারি মো. সাহাব উদ্দিন সুজনকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহাব উদ্দিন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর ভূঁইয়া বাড়ির মো. নুরুল আমিন ওরফে কালার ছেলে।
তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় পাঁচটি ও সুধারাম থানায় একটি মাদকের মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসার বহু অভিযোগ রয়েছে।
র্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার মো. সাহাব উদ্দিনকে শনিবার রাতেই সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গ্রেফতার মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়।