নোয়াখালী ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ১৫৬১ বার পড়া হয়েছে

ডিবি পুলিশের হাতে আটক আবদুল করিম রয়েল।

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার আসামি আবদুল করিম রয়েলকে (৩০) ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম একলাশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার আবদুল করিম রয়েল একলাশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়েধন ভূইয়া বাড়ির মৃত রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে দুটি, খুনের মামলা একটিসহ চারটি মামলা চলমান আছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের পর আবদুল করিমকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আসামি আবদুল করিমকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার আসামি আবদুল করিম রয়েলকে (৩০) ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম একলাশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার আবদুল করিম রয়েল একলাশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়েধন ভূইয়া বাড়ির মৃত রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে দুটি, খুনের মামলা একটিসহ চারটি মামলা চলমান আছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের পর আবদুল করিমকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আসামি আবদুল করিমকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।