নোয়াখালী ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সদরের বিনোদপুর

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না সিফাতের

ডিজিটাল নোয়াখালী ডেস্ক :
  • আপডেট সময় ০৮:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১২৬৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদরে চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না শিশু মো. সিফাতের (২)। মালবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির মা কুলসুম বেগমসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহত মো. সিফাত সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের মো. রাসেলের ছেলে। মাইজদী থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিল মা-ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাটি আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু সিফাত ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত সিফাতের মা কুলসুম ও অটোরিকশা চালকসহ চারজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. মোহন বলেন, সিএনজিচালিত অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচলের কারণে এ সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে। আজ শিশুটির মাথা ফেটে মগজ বের হয়ে যায়। সড়ক দূর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারী বাড়ানো উচিত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সদরের বিনোদপুর

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না সিফাতের

আপডেট সময় ০৮:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নোয়াখালীর সদরে চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না শিশু মো. সিফাতের (২)। মালবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির মা কুলসুম বেগমসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহত মো. সিফাত সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের মো. রাসেলের ছেলে। মাইজদী থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিল মা-ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাটি আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু সিফাত ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত সিফাতের মা কুলসুম ও অটোরিকশা চালকসহ চারজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. মোহন বলেন, সিএনজিচালিত অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচলের কারণে এ সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে। আজ শিশুটির মাথা ফেটে মগজ বের হয়ে যায়। সড়ক দূর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারী বাড়ানো উচিত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।