উপজেলা নির্বাচন
নোয়াখালীতে সেতুমন্ত্রীর ভাগনেসহ ৬ জনের মনোনয়ন প্রত্যাহার
- আপডেট সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৩০৯ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রশীদ মঞ্জুও রয়েছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে।
রোববার (১২ মে) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল ছয়জনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন প্রত্যাহার করা অন্যরা হলেন নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মোরশেদ আলম, সাঈদ হোসেন, বেগমগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার (শিউলী হাজারী)।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘মন্ত্রী মহোদয়ের (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।