সেনবাগের নবীপুর ইউপি নির্বাচনে নৌকা ৩ নম্বরে

- আপডেট সময় ০১:৩৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাজা খায়ের সুজন দুই হাজার ৪৯৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. বেলায়েত হোসেন চশমা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব (আনারস) পেয়েছেন চার হাজার ৫৪০ ভোট।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচনে ১৩ হাজার ৯৪৮টি বৈধ ভোট পড়েছে। এরমধ্যে মো. বেলায়েত হোসেন (চশমা) জয়লাভ করেছেন। আবদুল ওহাব (আনারস) দ্বিতীয় ও খাজা খায়ের (নৌকা) তৃতীয় হয়েছেন।
এছাড়া মো. আমিন উল্যাহ (টেলিফোন) পেয়েছেন এক হাজার ৪৮৯ ভোট, মো. ইসমাইল হোসেন (হাতপাখা) ১৫৬ ভোট ও সামছল হক (রজনীগন্ধা) ২২৭ ভোট পেয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৯৫৮ জন। ১৪ হাজার ৩৮৪ ভোট গ্রহণ হয়। এরমধ্যে ৪৩৬ ভোট বাতিল করা হয়। ভোট গ্রহণের হার ৬২ দশমিক ৬৫ শতাংশ।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সেনবাগের নির্বাচন আগে অনুষ্ঠিত হলেও নবীপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করে আদালত। পরে পুনরায় আদালতের নির্দেশে সোমবার নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।