নোয়াখালী ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোবিপ্রবির আইআইটির সঙ্গে তিন সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ১৩০২ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সঙ্গে তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আয়োজনে অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন। এদিকে সফটওয়ার ইন্ডাস্ট্রি জেনুইটি সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টের সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেডের ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

রাজধানী ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এতে আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠান নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিবসহ নোবিপ্রবি আইআইটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সমন্বয় আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি। বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। সেক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির মাঝে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও গবেষণা উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির পারষ্পরিক সম্পর্ক আরও দৃঢ় হলো।

নিউজটি শেয়ার করুন

নোবিপ্রবির আইআইটির সঙ্গে তিন সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা

আপডেট সময় ০৮:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সঙ্গে তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আয়োজনে অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন। এদিকে সফটওয়ার ইন্ডাস্ট্রি জেনুইটি সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টের সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেডের ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

রাজধানী ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এতে আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠান নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিবসহ নোবিপ্রবি আইআইটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সমন্বয় আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি। বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। সেক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির মাঝে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও গবেষণা উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির পারষ্পরিক সম্পর্ক আরও দৃঢ় হলো।