চমকে দিলেন নায়িকা বিদ্যা সিনহা মিম!
- আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। গত বছরের আগস্টেই চমকে দিয়েছিলেন। মেদ ঝরিয়ে নিজেকে জিরো ফিগার নায়িকা হিসেবে গড়ে তোলেন।
এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে নজরকাড়া রূপে দেখা গেছে এই নায়িকাকে। ফের একবার নিজের রূপের ঝলকে মাতিয়ে দিলেন মিম।
রোববার (২৩ জানুয়ারি) ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা গেল- তার পরনে রয়েছে সাদা প্যান্ট এবং ডোরাকাটা স্কিনফিট টপস। আবেদনময়ী ভঙ্গিমায় দিয়েছেন পোজ। ছবিগুলো তুলে দিয়েছেন রফিকুল ইসলাম র্যা ফ।
ছবির ক্যাপশনে মিম লেখেন- ‘পোশাক তোমার মেজাজ ও আত্মবিশ্বাস পরিবর্তন করে দিতে পারে’।
দুটি ছবির মধ্যে একটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৭ হাজারের বেশি, অন্যটিতে ৩৩ হাজার। হাজার হাজার মন্তব্যে ভক্তরা মিমের প্রতি তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। প্রিয় নায়িকাকে আকর্ষণীয় রূপে দেখে তাদের যেন ঘুম উড়ে গেছে। কেউ কেউ আবার মজার ছলে মিমের স্বামী সনি পোদ্দারের কাছে উড়ো অভিযোগও দাখিল করেছেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন মিম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর তারা বিয়ে করেন। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন মিম-সনি।