কোম্পানীগঞ্জে নির্বাচন সামনে রেখে ১৭ চেকপোস্টে তল্লাশি
- আপডেট সময় ০৩:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত তিন দিন ধরে পুলিশের অভিযান। উপজেলার বসুরহাট পৌরসভাসহ আটটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে এ অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে গণসচেতনতায় পথসভাও করা হচ্ছে।
১৭টি চেকপোস্টে পুলিশি অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি ভোটারদের ভোটকেন্দ্রে আসতে এবং নির্বাচনী বিধিমালা মেনে চলতে সচেতন করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হলেও দুষ্টচক্রের কাছে একটি কঠিন বার্তা পৌঁছেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন দিনের অভিযানে উল্লেখ করার মতো কোনো ফলাফল গণমাধ্যমকে নিশ্চিত করতে পারেনি।
এদিকে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের প্রকাশ্যে আসা অসংখ্য অস্ত্র উদ্ধার এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেপ্তার না করায় জনমনে আতঙ্ক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ভোট দিয়ে তারা ফলাফল নিয়ে নিরাপদে গন্তব্যে ফিরতে পারবে। সে লক্ষ্যেই প্রশাসন কাজ করে যাচ্ছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, তা নির্বিঘ্ন ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যেই অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং বহিরাগত সন্ত্রাসীদের কঠিন হুঁশিয়ারি দেওয়ার উদ্দেশ্যে এ অভিযান। নির্বাচনের আগে অভিযান আরও জোরদার করা হবে।
আগামি ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।