বেগমগঞ্জে র্যাবের অভিযানে পলাতক আসমি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
- আপডেট সময় ০১:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫০৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শাহাদাত হোসেন হৃদয় (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৩ জানুয়ারি) রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাদাত হোসেন হৃদয় চৌমুহনী পৌরসভা ১নং ওয়ার্ডের নাজিরপুর গ্রামের মো. শহিদের ছেলে।
তার বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনসহ দুটি মামলা আদালতে চলমান আছে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন বিভিন্নস্থানে পালিয়ে ছিল।
র্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) খন্দকার মোঃ শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।