তারেক রহমান মাদকমুক্ত রঙধনু সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন: ফখরুল ইসলাম
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
- আপডেট সময় ১২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১২৫৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনায় মাদকমুক্ত রঙধনু সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। আমাদের নেতা তারেক রহমান মাদককে পরিহার করে যুবসমাজকে নিয়ে রঙধনু সমাজ গঠন কথা বলেছেন। দেশের মানুষ তা সাদরে গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে বদ্ধপরিকর। আগামি নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি কার্ডের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মো. শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক মিলন মেম্বার, বিএনপি নেতা আবু নাছের মেম্বার, বায়তুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















