সূবর্ণচরে শ্রমিক দল নেতার অনৈতিক ভিডিও ভাইরাল
- আপডেট সময় ০৭:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১২৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালী সূবর্ণচর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. আলমগীর চৌধুরীর একটি অনৈতিক ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার চার মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ডিজিটাল নোয়াখালীর হাতে এসেছে।
মো. আলমগীর চৌধুরী সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিপরীত দিকের কারো সঙ্গে ভিডিও চ্যাটিং করছেন আলমগীর চৌধুরী। তিনি পুরো ভিডিওজুড়ে উলঙ্গ হয়ে নানান অনৈতিক ও অশোভন অঙ্গভঙ্গি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে জিম্মি করে ভিডিও চ্যাটিং করেন আলমগীর চৌধুরী। পরে ক্ষিপ্ত হয়ে ওই নারী ভিডিওটি ফাঁস করে দেন।
ভিডিওটি ফাঁস হওয়ার পর জেলাজুড়ে মুখরোচক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মো. মজিবুর রহমান নামে সূবর্ণচরের হারিচ চৌধুরী বাজারের এক ব্যবসায়ী বলেন, নেতাদের দেখে কর্মী-সমর্থকরা শিখবে। কিন্তু নেতাদের এমন অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হলে কর্মী-সমর্থকরা কোথায় যাবে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
তবে অভিযুক্ত মো. আলমগীর চৌধুরী ফাঁস হওয়া ভিডিওটি কৃত্তিম বুদ্ধমত্তা (এআই) দিয়ে বানানো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
তিনি ডিজিটাল নোয়াখালীকে বলেন, ‘আমি ধানের শীষের নির্বাচন করতে গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা বক্তব্য দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এমন ভিডিও নিজেরা তৈরি করে ভাইরাল করতে পারে।’
জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন (সাবেক কমিশনার) ডিজিটাল নোয়াখালীকে বলেন, বিষয়টি শুনেছি। অভিযুক্তকে জিজ্ঞাসার পর তিনি অস্বীকার করেছেন। তার পরও তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনকি ব্যবস্থা নেওয়া হবে।




















