ত্রয়োদশ সংসদ নির্বাচন
নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়নে নেতাকর্মীদের পছন্দ আবদুল মান্নান

- আপডেট সময় ১২:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১২৬২ বার পড়া হয়েছে
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে এমপি মনোনয়নে বিএনপি নেতাকর্মীদের প্রথম পছন্দ দলের দুঃসময়ের কাণ্ডারী জেলা বিএনপির নেতা মো. আবদুল মান্নান।
দীর্ঘদিন থেকে দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া, মামলা-হামলা, আন্দোলন সংগ্রামে সহযোগিতা করা, অসুস্থ কর্মীর চিকিৎসা, গরীবদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ দলের দুর্দিনে অবদান রেখে আসছেন তিনি।
মো. আবদুল মান্নান নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সৌদি আরব (পশ্চিমাঞ্চল) কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
সেনবাগ উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল বলেন, সেনবাগে বিএনপি তিনভাগে বিভক্ত হলেও এখানকার নেতাকর্মীদের প্রথম পছন্দ আবদুল মান্নান। কারণ তিনি দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন।
উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার বলেন, সেনবাগে বিভক্তির রাজনীতিতে আবদুল মান্নানই ভরসা। কারণ তাকে মনোনয়ন দিলে দলের বিবাদ অনেকাংশে কমে যাবে। আসনটিও বিএনপির দখলে থাকবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন উল্যাহ চেয়ারম্যান বলেন, দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব নেতাকর্মীরা পছন্দ করেন না। সেইক্ষেত্রে আবদুল মান্নান মিশুক ও অমায়িক। দলের নেতাকর্মীদের জন্য নিবেদিন প্রাণ। তাকে মনোনয়ন দিলে সবাই একযোগে ধানের শীষের জন্য কাজ করবে।
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মো. মফিজুল ইসলাম বলেন, দলের হাইকমান্ড ক্লিন ইমেজ, অপেক্ষাকৃত তরুণ ও সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজছে। সেইক্ষেত্রে আবদুল মান্নান এক নম্বরে। আমরা সবাই তার মনোনয়নের পক্ষে।
সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মহিন উদ্দিন বলেন, আবদুল মান্নান কোথাও সন্ত্রাস চাঁদাবাজিতে জড়িত নাই। বরং নানান উন্নয়নমূলক কাজসহ দলের কর্মকাণ্ডে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেন। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল ও এলাকা দুটোরই উপকার হবে।
মনেনয়ন প্রত্যাশি বিএনপি নেতা মো. আবদুল মান্নান বলেন, আমি শহীদ জিয়ার আদর্শে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে আসছি। দল যদি মনে করে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, তৃণমূলের মতামত নিয়ে দলের হাইকমান্ড অচিরেই ধানের শীষ প্রতীকের প্রার্থী তালিকা ঘোষণা করবে। যে আসনে যাকে মনোনয়ন দিবে বাকিরা তার পক্ষে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।