বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
বেগমগঞ্জে ৫১ পরিবারে টিউবওয়েল দিলো আন নূর ফাউন্ডেশন
- আপডেট সময় ০৫:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১২৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের মাঝে বিনামূল্যে অগভীর নলকূপ (টিউবওয়েল) প্রদান করেছে আন নূর ফাউন্ডেশন।
রোববার (৮ ডিসেম্বর) সকালে মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামে এসব নলকূপ বিতরণ করা হয়। এসময় পরিবারগুলোর জন্য খাবারও দেওয়া হয়।
আন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী বলেন, এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী। এখানকার অসংখ্য টিউবওয়েল বন্যায় নষ্ট হয়ে গেছে। আমরা বেশি ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেয়ে আনন্দিত।
তিনি আরও বলেন, যতদিন বাঁচবো গরীব-দু;খী অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবো। আমাদের সামনের প্রকল্প অসহায়দের ঘর নির্মাণ করে দেওয়া। এ জন্য আমাদের টিম কাজ করছে। অচিরেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেব, ইনশাআল্লাহ।
নলকূপ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, আন নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরআগে নোয়াখালীর ভয়াবহ বন্যায় এ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ৪০ লাখ টাকার খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প, সিরাজগঞ্জের চৌহালী, লক্ষ্মীপুর ও সিলেট জেলায়ও ত্রাণ সামগ্রী বিতরন করে সংগঠনটি।