কোম্পানীগঞ্জে ৩২ বোতল ফেনসিডিলসহ ‘মাছ কামাল’ গ্রেফতার
- আপডেট সময় ১১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১২৬২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩২ বোতল ফেনসিডিলসহ মো. কামাল প্রকাশ মাছ কামাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২ ডিসেম্বর) রাতে চরহাজারী ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কামাল ওই এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল, ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, কামালের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা চলমান আছে।