নোয়াখালী ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ২০০ হাফেজ সংবর্ধিত

বেগমগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১২৬৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক এক ক্বিরাত সম্মেলনে ২০০ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সবাইকে পাগড়ীসহ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মারকাযুল কুরআন ইন্টারন্যাশানাল মাদরাসা এ সম্মেলনের আয়োজন করে।

এতে অতিথি ছিলেন, তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ড. ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান, শায়েখ ক্বারী মুহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী আহমেদ হিজা এবং বাংলাদেশের শায়েখ ক্বারী নাজমুল হাসান ও শায়খ ক্বারী আব্বাস উদ্দীন।

অনুষ্ঠানে মানযিল গ্রুপের চেয়ারম্যান ও মানযিল ইন্সটিটিউটটের প্রিন্সিপাল মাওলানা জামাল মাসরুর বলেন, আমরা কুরানের হাফেজদের সম্মানকে জাতীর কাছে তুলে ধরতেই কোরআন প্রেমিদের জন্য এমন জমকালো কনফারেন্সের আয়োজন করেছি। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মানযিল ইন্সটিটিউট। যা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

চৌমুহনী কাছারীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা হেফাজতের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ ক্বারী আবদুল হক, জামেয়া রশীদিয়া ফেনীর সহকারী পরিচালক মুফতী ফয়জুল্লাহ কাসেমী, মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমী ও হাফেজ কারী মাইনুদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বিখ্যাত ক্বারীদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত মন্ত্রমুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। এই সময় ২০০ হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন জামেয়া রশীদিয়া মাদরাসা ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী শহিদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ২০০ হাফেজ সংবর্ধিত

আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক এক ক্বিরাত সম্মেলনে ২০০ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সবাইকে পাগড়ীসহ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মারকাযুল কুরআন ইন্টারন্যাশানাল মাদরাসা এ সম্মেলনের আয়োজন করে।

এতে অতিথি ছিলেন, তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ড. ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান, শায়েখ ক্বারী মুহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী আহমেদ হিজা এবং বাংলাদেশের শায়েখ ক্বারী নাজমুল হাসান ও শায়খ ক্বারী আব্বাস উদ্দীন।

অনুষ্ঠানে মানযিল গ্রুপের চেয়ারম্যান ও মানযিল ইন্সটিটিউটটের প্রিন্সিপাল মাওলানা জামাল মাসরুর বলেন, আমরা কুরানের হাফেজদের সম্মানকে জাতীর কাছে তুলে ধরতেই কোরআন প্রেমিদের জন্য এমন জমকালো কনফারেন্সের আয়োজন করেছি। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মানযিল ইন্সটিটিউট। যা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

চৌমুহনী কাছারীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা হেফাজতের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ ক্বারী আবদুল হক, জামেয়া রশীদিয়া ফেনীর সহকারী পরিচালক মুফতী ফয়জুল্লাহ কাসেমী, মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমী ও হাফেজ কারী মাইনুদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বিখ্যাত ক্বারীদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত মন্ত্রমুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। এই সময় ২০০ হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন জামেয়া রশীদিয়া মাদরাসা ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী শহিদুল্লাহ।