নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংহতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় ০৪:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ১২৭১ বার পড়া হয়েছে
‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এনআরডিএস সুবর্ণচর কার্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নারী পুরুষের অংশগ্রহন করেন।
নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশিদ আলম। তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ করতে হবে। সবার পরিবারে ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে বৈষম্য অবসান করতে হবে।
এনআরডিএসের কর্মসূচী সমন্বয়ক মনোয়ারা আক্তার মিনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনাপত্র উপস্থাপন করেন মিতা মাহমুদা এবং বিবি মরিয়ম। এতে আরও বক্তব্য রাখেন, সাগরিকার কর্মসূচি সমন্বয়ক জুলফিকার আলী, প্রান্তিক নারী প্রতিনিধি মেরিনা আক্তার, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, নোবিপ্রবির শিক্ষার্থী শান্তা, মানবাধিকার কর্মী রওশন আক্তার লাকী প্রমুখ।
সমাবেশে সাগরিকার কর্মসূচি সমন্বয়ক জুলফিকার আলী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ণ। নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের পাশাপাশি উন্নয়ন সংগঠনগুলোর আরো কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।
প্রান্তিক নারী প্রতিনিধি মেরিনা আক্তার বলেন, নারীর প্রতি বৈষম্য শুরু হয় পরিবার থেকে। যা পরবর্তীতে নারী নির্যাতন ও সহিংসতায় পরিণত হয়। তাই পারিবারিক পর্যায় থেকে সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ সাইবার ক্রাইমের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
নোবিপ্রবির শিক্ষার্থী শান্তা বলেন, নারী ও মেয়েদের প্রতি নির্যাতন বন্ধ করতে হলে নারী নির্যাতন সম্পর্কে আগে সঠিক ধারণা থাকতে হবে।
মানবাধিকার কর্মী রওশন আক্তার লাকী নারীর ক্ষমতায়নের উপর গুরুত্তারোপ করে বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে লায়লা পারভীন বলেন, নারীর প্রতি যেকোন প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার কাজ সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে নিজেরা করি এর সমন্বয়ক ফারজানা খানম, সহকারী শিক্ষক রৌশন আক্তার, চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তারসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন উন্নয়ন সংগঠন, নারী সংগঠন, গণমাধ্যম প্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রান্তিক নারী প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে এনআরডিএসের শিল্পীরা নারী জাগরণমূলক সঙ্গীত পরিবেশন করেন।