কোম্পানীগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলায় আ’লীগ নেতার ভাই গ্রেফতার
- আপডেট সময় ০৫:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ১২৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম আজিজুল হক খোকন (৫০)। তিনি চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বড়ভাই।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) খোকনকে আদালতে তোলা হবে।
ডিজিটাল নোয়াখালীকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তিনি বলেন, খোকন বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলার এজাহাভুক্ত অন্যতম আসামি।
নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, এরআগে আবদুল মতিন তোতা হত্যা মামলা এজাহারভুক্ত সাত আসামি আদালতে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন। পরে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকের আবেদনে তাদের প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করে।
নিহত আবদুল মতিন তোতা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। গত ২৭ আগস্ট বিএনপির একাংশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের আক্রমণে মারাত্মক আহত হন। পরে ৩০ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।