শেখ হাসিনার গ্রেফতার দাবিতে সূবর্ণচরে বিএনপির গণজমায়েত

- আপডেট সময় ০৭:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১২৮৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে গণজমায়েত কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চরবাটা খাসেরহাট পল্টন মোড়ে স্থানীয় উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি ভিপি পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। বিরোধীমতের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এ জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।