নোয়াখালী ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২৮৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে গায়েবি পোস্টার ছাপিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় রাতের অন্ধকারে ওই পোস্টারিং করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ বিক্ষোভকারীদের।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আরডি শপিং কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদল।

এতে বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে হত্যা করেছেন আওয়ামী সন্ত্রাসী রাজ্জাক চেয়ারম্যান ও তার লোকজন। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি অন্যতম সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে দায়ী করে পোস্টারিং করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিহত আবদুল মতিন তোতার ছেলে ইমাম উদ্দিন সবুজ বলেন, ‘ফখরুল সাহেব ভালো মানুষ। তার বিরুদ্ধে কে বা কারা এ ধরণের পোস্টারিং করেছে তা আমরা জানি না। আমাদের পরিবারের পক্ষ থেকে ফখরুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমরা এ ষড়যন্ত্রের বিচার চাই।’

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আবদুল মতিন তোতা হত্যায় উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলামকে দায়ী করে এলাকায় পোস্টারিং করা হয়। এতে দলের নেতাদের ছবির পাশাপাশি বিএনপি নেতা ফখরুল ইসলামের ফাঁসি লাগানো বিকৃত ছবি ছাপানো হয়। পরে পোস্টারগুলো ছিড়ে ফেলেন বিএনপি কর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম ঢাকার মেট্রো হোমস লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন।

এরমধ্যে দূর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আবদুল মতিন তোতা (৬৫) গত ৩০ আগস্ট ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এরআগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে চরএলাহী বাজারে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর (সোমবার)  নিহত তোতার ছেলে ইসমাইল বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এতে চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গায়েবি পোস্টারিংয়ের বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ

আপডেট সময় ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে গায়েবি পোস্টার ছাপিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় রাতের অন্ধকারে ওই পোস্টারিং করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ বিক্ষোভকারীদের।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আরডি শপিং কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদল।

এতে বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে হত্যা করেছেন আওয়ামী সন্ত্রাসী রাজ্জাক চেয়ারম্যান ও তার লোকজন। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি অন্যতম সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে দায়ী করে পোস্টারিং করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিহত আবদুল মতিন তোতার ছেলে ইমাম উদ্দিন সবুজ বলেন, ‘ফখরুল সাহেব ভালো মানুষ। তার বিরুদ্ধে কে বা কারা এ ধরণের পোস্টারিং করেছে তা আমরা জানি না। আমাদের পরিবারের পক্ষ থেকে ফখরুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমরা এ ষড়যন্ত্রের বিচার চাই।’

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আবদুল মতিন তোতা হত্যায় উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলামকে দায়ী করে এলাকায় পোস্টারিং করা হয়। এতে দলের নেতাদের ছবির পাশাপাশি বিএনপি নেতা ফখরুল ইসলামের ফাঁসি লাগানো বিকৃত ছবি ছাপানো হয়। পরে পোস্টারগুলো ছিড়ে ফেলেন বিএনপি কর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম ঢাকার মেট্রো হোমস লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন।

এরমধ্যে দূর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আবদুল মতিন তোতা (৬৫) গত ৩০ আগস্ট ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এরআগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে চরএলাহী বাজারে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর (সোমবার)  নিহত তোতার ছেলে ইসমাইল বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এতে চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গায়েবি পোস্টারিংয়ের বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।