বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা
- আপডেট সময় ০৫:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ১৩০১ বার পড়া হয়েছে
বিএনপির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীর ধানমন্ডিস্থ মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান আলহ্বাজ ফখরুল ইসলাম। বুধবার (২৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলহ্বাজ ফখরুল ইসলাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। ফুলেল শুভেচ্ছার জবাবে নতুন যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ফখরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান। এছাড়া সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনাও দেন।
এ দিকে নতুন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিবদের জ্যেষ্ঠতা নির্ধারণ করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন তিনজন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন- খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ।
এদের মধ্যে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিব উন-নবী খান সোহেল, রবিবার ও বৃহস্পতিবার আব্দুস সালাম আজাদ, সোমবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মঙ্গলবার সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বুধবার খায়রুল কবির খোকন উপস্থিত থাকবেন।
প্রসু/আইএইএম/জেএফ.