নোবিপ্রবি ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি
- আপডেট সময় ১০:২২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১২৮২ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে সাতদিনের সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সজিব, একই শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিমেল দাশ, উপ-প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম রাফি, ধর্ম বিষয়ক সম্পাদক সোহান হোসেন, ভাষা শহীদ আবদুস সালাম হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয় প্রকাশ বর্মন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান বিন আজাদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী শাহরিয়ার সাকিব।
জানতে চাইলে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা ও মযার্দা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হওয়ার তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এখানে উচ্ছৃঙ্খলার কোনো সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৩ জুন) রাতে নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সিনিয়র-জুনিয়রদের দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।