নোয়াখালী ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

পুলিশে সোপর্দ

সূবর্ণচরে জাল টাকাসহ ধরা কবিরহাটের স্বপন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ১২৭৬ বার পড়া হয়েছে

মো. খুরশিদ আলম স্বপন (৪৭)।

নোয়াখালীর সুবর্ণচরে এক হাজার টাকার দুটি জাল নোটসহ মো. খুরশিদ আলম স্বপন (৪৭) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

এর আগে শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি দোকানে পান কিনতে যান স্বপন। এসময় তিনি পান বিক্রেতাকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশে সোপর্দ

সূবর্ণচরে জাল টাকাসহ ধরা কবিরহাটের স্বপন

আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে এক হাজার টাকার দুটি জাল নোটসহ মো. খুরশিদ আলম স্বপন (৪৭) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

এর আগে শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি দোকানে পান কিনতে যান স্বপন। এসময় তিনি পান বিক্রেতাকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।