পুলিশে সোপর্দ
সূবর্ণচরে জাল টাকাসহ ধরা কবিরহাটের স্বপন

- আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৩০৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে এক হাজার টাকার দুটি জাল নোটসহ মো. খুরশিদ আলম স্বপন (৪৭) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
এর আগে শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি দোকানে পান কিনতে যান স্বপন। এসময় তিনি পান বিক্রেতাকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।