নোয়াখালী
জনতা ব্যাংকের কর্মচারীদের চাকরি স্থায়ীকরনের দাবিতে সমাবেশ
- আপডেট সময় ১১:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১৩০৫ বার পড়া হয়েছে
অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে জনতা ব্যংক পিএলসির নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শাখার কর্মচারীরা সমাবেশ করেছে।
সোমবার (২০ মে) বিকেলে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত এরিয়া অফিসের সিবিএ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সোনাপুর শাখায় কর্মরত অস্থায়ী কর্মচারী খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সিবিএ নোয়াখালীর এরিয়ার সভাপতি সামসুল হাসান মীরন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক একেএম মোজাম্মেল হোসেন, নোয়াখালী এরিয়ার সিবিএর সহ-সভাপতি আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জনতা ব্যাংক গণতান্ত্রিক ইউনিয়ন নোয়াখালীর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক রামগঞ্জ শাখার মোহাম্মদ মাহবুব আলম, গোলাবাড়ীয়া শাখার অহিদ উল্যাহ, পেশকারহাট শাখার মোহাম্মদ আলী আকবর, মাইজদী কোর্ট শাখার দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তরা তাদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শাখায় তারা সব ধরনের কাজ করে থাকলেও তারা সর্বনিম্ন ৬ হাজার থেকে শুরু করে কেউ কেউ শাখার গ্রেড বেধে যে টাকা পান তা দিয়ে জীবন ধারন করা অসম্ভব। তাদের পরিবার সন্তান নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, কর্মচারীদের কেউ কেউ দীর্ঘ ২০ বছর ধরে এভাবে চলছেন। তারা কোন লাঞ্চ সাবসিডি পান না। সকল ধরনের উৎসব ভাতা থেকেও বঞ্চিত। বর্তমানে নুতন অফিসাররা যোগদান করে তাদের চারগুণ টাকা ব্যাংক থেকে পাচ্ছেন।তারা এ বৈষম্যের অবসান চান।
উপস্থিত সকলে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করার জোর দাবি জানিয়ে তারা এ বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মানবতার নেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।