উপজেলা নির্বাচনের দ্বন্ধ
সুবর্ণচরে আওয়ামী লীগ নেতার ওপর দুর্বৃত্তের হামলা
- আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৩৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের (৬০) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে চর জব্বার গ্রামে ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ রোডে এ ঘটনা ঘটে।
আহত বশির আহমেদ উপজেলার চর জব্বার ইউনিয়নের চেরামত আলী দফাদার বাড়ির বাসিন্দা। তিনি চর জব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য।
আহত বশির আহমেদের বড় ছেলে মোরশেদ আলম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হারিছ চৌধুরীর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা। তিনি ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ রোডে বাড়ির কাছাকাছি এলে দুটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। তিনি বাড়ি ফেরার পথে রাস্তায় তাঁর বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আহত বশির আহমদের বড় ভাই সিরাজুল ইসলাম অভিযোগ করেন, প্রথম ধাপে উপজেলা নির্বাচনে তাঁর ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর পক্ষে কাজ করেন। ঈদের দিন রাতে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু কথা বলেন। এর জেরে হামলার ঘটনা ঘটতে পারে।
চর জব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গেছে। দোষী ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।