কৃষকের দোরগোড়ায় সেবা দিতে প্রস্তুত কৃষি ব্যাংক: গোলাম মোহাম্মদ আরিফ
- আপডেট সময় ১১:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক (কুমিল্লা) গোলাম মোহাম্মদ আরিফ বলেছেন, আধুনিকায়নের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সেবা দিতে প্রস্তুত বাংলাদেশ কৃষি ব্যাংক। আপনারা সঠিক প্রকল্পের সিদ্ধান্ত নিন, ব্যাংক আপনাদেরকে আর্থিক সহায়তা নিশ্চিত করবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী সেনবাগে স্থানীয় কৃষি ব্যাংক আয়োজিত ‘ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি একথা বলেন।
গোলাম মোহাম্মদ আরিফ আরও বলেন, একজন সফল উদ্যোক্তাকে ঋণ দিতে পারলে ব্যাংকও উপকৃত হয়। গ্রাহক সেবার উন্নয়নে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।এক্ষেত্রে ব্যাংকের যেমন দায়িত্ব আছে গ্রাহকদেরও সঠিক দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে কৃষি ব্যাংক নোয়াখালী জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এতে ব্যাংকের সেনবাগ শাখার দ্বিতীয় কর্মকর্তা সাইফ উদ্দিন আল মামুনসহ উপজেলার কৃষি ও মৎস্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভাশেষে তাৎক্ষণিক উদ্যোক্তাদের মাঝে উন্মুক্ত ঋন বিতরণ করা হয়। এতে মেসার্স নাহার এগ্রোকে মৎস্যখাতে ১৩ লাখ, আল্লাহরদান থাই গ্লাসকে এসএমইখাতে ১৫ লাখ, জাকের ডেইরী ফার্মকে প্রাণিসম্পদখাতে পাঁচ লাখ টাকা এবং কৃষক মো. ইব্রাহিমকে কৃষিখাতে ৫০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।