নোয়াখালী ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সূবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯, অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৩৪৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সূবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাইপগানসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চর আমানউল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোসলে উদ্দিন (২৪), আলীপুর গ্রামের মৃত মো. সেলিমের ছেলে মারূফ হেসেন হৃদয় (২২), মৃত অজি উল্যাহর ছেলে মো. সোহেল (২৫), মধ্যম নাজিরপুরের মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন সাগর (২৪), অনন্তপুর গ্রামের শাহাব উদ্দিন স্বপনের ছেলে মো. মিঠু (২৪), জয়নাল আবেদীনের ছেলে মো. রায়হান (২২), নাজিরপুর গ্রামের মরশীদ আলমের ছেলে মীর সাব্বির (২২), কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২২) ও পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।

তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ্য পাইপগান, ধারালো ছুরি, দা, দুটি গ্রীল কাটার যন্ত্র, দুটি লোহার রড, দুটি লোহার পাইপ, একটি এসএস পাইপ, একটি মোটা ৮০ ফুট লম্বা দড়ি (কাচি) ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম দুপুরে চরজব্বর থানায় প্রেস ব্রিফিংয়ে অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন তাদের গ্রেফতার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও একাধিক গরু চুরির মামলা রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলায় বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

সূবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

নোয়াখালীর সূবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাইপগানসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চর আমানউল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোসলে উদ্দিন (২৪), আলীপুর গ্রামের মৃত মো. সেলিমের ছেলে মারূফ হেসেন হৃদয় (২২), মৃত অজি উল্যাহর ছেলে মো. সোহেল (২৫), মধ্যম নাজিরপুরের মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন সাগর (২৪), অনন্তপুর গ্রামের শাহাব উদ্দিন স্বপনের ছেলে মো. মিঠু (২৪), জয়নাল আবেদীনের ছেলে মো. রায়হান (২২), নাজিরপুর গ্রামের মরশীদ আলমের ছেলে মীর সাব্বির (২২), কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২২) ও পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।

তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ্য পাইপগান, ধারালো ছুরি, দা, দুটি গ্রীল কাটার যন্ত্র, দুটি লোহার রড, দুটি লোহার পাইপ, একটি এসএস পাইপ, একটি মোটা ৮০ ফুট লম্বা দড়ি (কাচি) ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম দুপুরে চরজব্বর থানায় প্রেস ব্রিফিংয়ে অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন তাদের গ্রেফতার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও একাধিক গরু চুরির মামলা রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলায় বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।