নোয়াখালী ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ১৩৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২ ডিসেম্বর) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটির নোয়াখালী ইউনিটের সভাপতি জেলা পরিষদ সদস্য আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন, সোসাইটির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

আরও বক্তব্য রাখেন, আজীবন সদস্য কাজী মো. রফিক উল্যাহ, আমেরিক প্রবাসী রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ, সাংবাদিক সামছুল হাসান মিরন, মো. ফুয়াদ হোসেন প্রমুখ।

সভায় রেড ক্রিসেন্ট নোয়াখালী ইউনিটের বহুতল ভবনসহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময় সোসাইটির নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য আমেরিকা প্রবাসী রেজাউল করিম চৌধুরী সোসাইটির জন্য এক হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এর আগে সভার শুরুতে সোসাইটির নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য রেহানা আক্তার প্রকাশ রায়হানা (সদস্য নম্বর ১৮), মাহমুদুর রহমান বেলায়েত (সদস্য নম্বর ৩৪৭), হাজী মো. ইউছুপ আলী (সদস্য নম্বর ৭২০), তাহের আহমেদ (সদস্য নম্বর ২০৮), আবদুল খালেক (সদস্য নম্বর ৫২৪) মো. হানিফের (সদস্য নম্বর ৩১৬) মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এসময় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২ ডিসেম্বর) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটির নোয়াখালী ইউনিটের সভাপতি জেলা পরিষদ সদস্য আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন, সোসাইটির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

আরও বক্তব্য রাখেন, আজীবন সদস্য কাজী মো. রফিক উল্যাহ, আমেরিক প্রবাসী রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ, সাংবাদিক সামছুল হাসান মিরন, মো. ফুয়াদ হোসেন প্রমুখ।

সভায় রেড ক্রিসেন্ট নোয়াখালী ইউনিটের বহুতল ভবনসহ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময় সোসাইটির নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য আমেরিকা প্রবাসী রেজাউল করিম চৌধুরী সোসাইটির জন্য এক হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এর আগে সভার শুরুতে সোসাইটির নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য রেহানা আক্তার প্রকাশ রায়হানা (সদস্য নম্বর ১৮), মাহমুদুর রহমান বেলায়েত (সদস্য নম্বর ৩৪৭), হাজী মো. ইউছুপ আলী (সদস্য নম্বর ৭২০), তাহের আহমেদ (সদস্য নম্বর ২০৮), আবদুল খালেক (সদস্য নম্বর ৫২৪) মো. হানিফের (সদস্য নম্বর ৩১৬) মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এসময় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।