কবিরহাটে ৫ ডাকাতি মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

কবিরহাট সংবাদদাতা
- আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৩৯৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে পাঁচ ডাকাতি মামলার আসামি মাসুদুর রহমান সজিবকে (৩৫) একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে বাটইয়ার ভূঁইয়ারহাট-দুধমুখা সড়কের একতা ব্রিকফিল্ডের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান সজিব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দৌলত রামদী গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আগেরও পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার আসামি মাসুদুর রহমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেন। পরে তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।