চাপরাশিরহাট বণিক সমিতির নতুন অফিস ও ভবনের উদ্বোধন
- আপডেট সময় ০৭:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৯৪ বার পড়া হয়েছে
জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত নোয়াখালী কবিরহাট উপজেলার অন্যতম সমবায় প্রতিষ্ঠান ‘চাপরাশিরহাট বনিক সমবায় সমিতির’ নতুন অফিস ও সমবায় ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাপরাশিরহাট ইসমাঈল ডিসি মার্কেটে সমিতি’র নতুন ওই অফিসের উদ্বোধন করা হয়।
চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি’র সভাপতি এম এ এস ফারুক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব (পিআরএল) ও চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসমাইল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন মাওলানা, ইসমাঈল ডিসি’র সহধর্মিণী বেগম শাহানারা প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ফিতা ও কেক কেটে চাপরাশিরহাট বনিক সমবায় সমিতির নতুন অফিস ও সমবায় ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাঈল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা তাদের বক্তব্যে সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
বিকেলে সমিতির কার্যক্রম নিয়ে সমিতির সদস্যদের উপস্থিতিতে ২য় অধিবেশন শুরু হয়। এতে সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যায়সহ ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন এবং অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে সমিতি পরিচালনা কমিটি ও কার্যকরী কমিটির সদস্যরা, চাপরাশিরহাট বাজারের ব্যাবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।