নোয়াখালী ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে রায়পুরে ইউএনও’র উঠোন বৈঠক

মীর ফরহাদ হোসেন সুমন
  • আপডেট সময় ০৬:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১৩৭৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে অভিভাবক মা’দের নিয়ে উঠোন বৈঠক করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে সেন্ট্রাল কেরোয়া ও সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বৈঠকের আয়োজন করা হয়।

এরআগে রাখালিয়া গ্রামে উঠোন বৈঠক ও রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশেরও আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম।

ইউএনও অনজন দাশ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদেরকে এখন থেকে শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবক তথা মায়েদেরকে সবার আগে স্মার্ট হতে হবে। তাই এসব বৈঠক থেকে মাদেরকে আগামীর স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ছাড়া উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। এছাড়া স্মার্ট নাগরিক তৈরি করতে হলেও আগে অভিভাবকদের সচেতন ও স্মার্ট হতে হবে। তৃণমূল থেকে আমরা সচেতন হলেই দেশ স্মার্ট হতে বেশি সময় লাগবে না।

সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী চলবে এমন আয়োজন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে রায়পুরে ইউএনও’র উঠোন বৈঠক

আপডেট সময় ০৬:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে অভিভাবক মা’দের নিয়ে উঠোন বৈঠক করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে সেন্ট্রাল কেরোয়া ও সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বৈঠকের আয়োজন করা হয়।

এরআগে রাখালিয়া গ্রামে উঠোন বৈঠক ও রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশেরও আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম।

ইউএনও অনজন দাশ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদেরকে এখন থেকে শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবক তথা মায়েদেরকে সবার আগে স্মার্ট হতে হবে। তাই এসব বৈঠক থেকে মাদেরকে আগামীর স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ছাড়া উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। এছাড়া স্মার্ট নাগরিক তৈরি করতে হলেও আগে অভিভাবকদের সচেতন ও স্মার্ট হতে হবে। তৃণমূল থেকে আমরা সচেতন হলেই দেশ স্মার্ট হতে বেশি সময় লাগবে না।

সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী চলবে এমন আয়োজন।