মহাসমাবেশ
নোয়াখালী বিএনপির ৫ হাজার নেতাকর্মী ঢাকায়
- আপডেট সময় ১০:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৩৪৯ বার পড়া হয়েছে
দলের ডাকা মহাসমাবেশে যোগ দিতে নোয়াখালী বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। মহাসমাবেশ শুরুর আগ পর্যন্ত আরও নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, সড়ক ও নৌপথ বন্ধের আশঙ্কায় একদিন আগেই নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন।
নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি বলেন, ‘নোয়াখালী জেলা বিএনপির ঘাঁটি। শত বাধা উপেক্ষা করে এ জেলার পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ঢাকা পৌঁছে গেছে। সমাবেশের আগ পর্যন্ত আরও পাঁচ হাজার আসবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ঢাকার ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম বলেন, ‘নোয়াখালী থেকে মহাসমাবেশে আসা নেতাকর্মীদের খোঁজখবর নিতে আমরা ঢাকায় অবস্থান করছি। নেতাকর্মীদের থাকা-খাওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রহমান বলেন, ‘নোয়াখালী বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় ছিল। এখন বাঁধভাঙা জোয়ারের মতো মহাসমাবেশ উপস্থিত হচ্ছে তারা। শত বাধা দিয়েও তাদের আটকাতে পারবে না। এক দফার দাবি বাস্তবায়ন করেই নেতাকর্মীরা ঘরে ফিরবে, ইনশাআল্লাহ।’