নোয়াখালী ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

কোম্পানীগঞ্জে বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ১৪১৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে বিদেশে অবস্থান করা উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত মাহমুদুল হকের ছেলে মো. আলমগীর হোসেনের (৪০) দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে ফখরুল ইসলামসহ ৯৩ জনের নামোল্লেখ করে আরও দু-আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কোম্পানীগঞ্জ বিএনপির দুই গ্রুপে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বাজারে যাওয়ার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে ওই দুই পক্ষ একত্র হয়ে মারধর করে। এসময় তার পকেট থেকে সাড়ে ২৩ হাজার টাকা নিয়ে যায়।

মামলার ১ নম্বর আসামি বিএনপি নেতা ফখরুল ইসলাম টেলিফোনে জানান, আমি গত ৫ জুন থেকে এখনো স্ত্রীর চিকিৎসার কাজে দেশের বাহিরে অবস্থান করছি। ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মেরে এখন আমাদের বিরুদ্ধেই মিথ্যা গায়েবি মামলা দায়ের করেছে। নিশ্চিই আদালতে এর সুবিচার পাবো।’

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, ‘বিনা উস্কানিতে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে থানার সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৮) ও হাসপাতাল রোডে পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৫) ও ছাত্রদলের সাইমুনকে (২৩) পিটিয়ে জখম করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন (৩২) আহত হন। এখন আমাদের দলের ৯৩ জনের নাম দিয়ে ভুয়া মামলা দায়ের করেছেন। এর নিন্দা জানাই।’

এদিকে বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার বক্তব্য সত্য নয় দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এরআগে বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে, কলেজ গেট ও হাসপাতাল রোডে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা

আপডেট সময় ০৭:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে বিদেশে অবস্থান করা উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত মাহমুদুল হকের ছেলে মো. আলমগীর হোসেনের (৪০) দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে ফখরুল ইসলামসহ ৯৩ জনের নামোল্লেখ করে আরও দু-আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কোম্পানীগঞ্জ বিএনপির দুই গ্রুপে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বাজারে যাওয়ার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে ওই দুই পক্ষ একত্র হয়ে মারধর করে। এসময় তার পকেট থেকে সাড়ে ২৩ হাজার টাকা নিয়ে যায়।

মামলার ১ নম্বর আসামি বিএনপি নেতা ফখরুল ইসলাম টেলিফোনে জানান, আমি গত ৫ জুন থেকে এখনো স্ত্রীর চিকিৎসার কাজে দেশের বাহিরে অবস্থান করছি। ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মেরে এখন আমাদের বিরুদ্ধেই মিথ্যা গায়েবি মামলা দায়ের করেছে। নিশ্চিই আদালতে এর সুবিচার পাবো।’

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, ‘বিনা উস্কানিতে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে থানার সামনে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৮) ও হাসপাতাল রোডে পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৫) ও ছাত্রদলের সাইমুনকে (২৩) পিটিয়ে জখম করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন (৩২) আহত হন। এখন আমাদের দলের ৯৩ জনের নাম দিয়ে ভুয়া মামলা দায়ের করেছেন। এর নিন্দা জানাই।’

এদিকে বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার বক্তব্য সত্য নয় দাবি করে পাল্টা বিবৃতি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এরআগে বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে, কলেজ গেট ও হাসপাতাল রোডে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়।