নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ
এবার সরকারের ভিসা বাতিল করবে দেশের জনগণ: আমীর খসরু
- আপডেট সময় ০৭:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৪৬৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পর এবার দেশের জনগণ শেখ হাসিনার সরকারের ভিসা বাতিল করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৭ মে) বিকেলে সরকারের পদত্যাগের দাবিতে জজকোর্ট সড়কে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার পর আমেরিকার ভিসা বন্ধের কোনো ইতিহাস নেই। এবার শেখ হাসিনা আমাদের লজ্জায় ডুবিয়েছেন। তার ভোটচুরির পরিকল্পনায় বাংলাদেশের ভিসা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে দেশটি। এটা আমাদের দেশের জন্য চরম লজ্জার।
তিনি বলেন, সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং নির্বাচনও হতে দেওয়া হবে না। শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই ১৮ কোটি জনগণ নিয়ে বিএনপি নির্বাচনে যাবে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম প্রমুখ।
এরআগে পুলিশি বাধা উপেক্ষা করে কোম্পানীগঞ্জ-কবিরহাটের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে হাজির হন মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম। পরে ঝড়বৃষ্টির মধ্যেও মিছিলে মিছিলে জনসমাবেশ লোকে-লোকারণ্য হয়ে যায়।