মুছাপুরে অপপ্রচারের বিরুদ্ধে থানায় ইউপি সদস্যের জিডি
- আপডেট সময় ০২:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. আলী আজগর জাহাঙ্গীর অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
কতিপয় ফেসবুক ও অনলাইনে ভূমিদস্যু ও জলদস্যু আখ্যা দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তিনি গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীটি (নম্বর-১৫৬৫) দায়ের করেছেন।
ইউপি সদস্য জাহাঙ্গীর জানান, বিগত ৭ ফেব্রুয়ারীর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের সুষ্ঠু ভোটে আমি কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হই। গত কিছুদিন থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুকের বিভিন্ন আইডি থেকে আমাকে ভূমিদস্যু ও জলদস্যু আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। বিষয়টি আমি থানাকে অবহিত করে আইনের আশ্রয় নিয়েছি।
তিনি আরও বলেন, আমার নামে সামান্য বসতবাড়ির অংশ ছাড়া কোথাও কোনো জমি দেখাতে পারলে মেম্বার পদ থেকে পদত্যাগ করবো। তাহলে আমি কিভাবে ভূমিদস্যু হলাম। আমার জনপ্রিয়াতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার প্রতিপক্ষের যোগসাজশে আমাকে নানাভাবে হয়রানি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানান এ জনপ্রতিনিধি।
এদিকে ফেসবুক লাইভে এসে মেম্বার জাহাঙ্গীর চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমার মেম্বার হওয়ার বয়স দুই মাস। এর আগে যারা মেম্বার বা জনপ্রতিনিধি ছিলেন তাদের ব্যাপারেও তদন্ত করা হোক। কারা সরকারের খাস জমি, ভূমিহীনদের সম্পত্তি দখল করেছে তার তদন্ত করা হোক। এতে আমি বা আমার কোনো লোক জড়িত আছে কিনা তাও তদন্ত করা হোক।
জাহাঙ্গীর আরও বলেন, বর্তমান মুছাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী একটি সুখী সমৃদ্ধ আধুনিক মুছাপুর গঠন করার পরিকল্পনা নেওয়ায় জনগন সাধরে গ্রহন করেছে। বিগত ইউপি নির্বাচনের সুষ্ঠু ভোটে ভোটাররা অন্যায়ের বিরুদ্ধে ও শান্তির পক্ষে তাদের মতামত দিয়েছে। এখন একটি কুচক্রি মহল জনগনের সেই চাওয়াকে সহ্য করতে না পেরে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, নির্বাচিত হওয়ার পর আমার এলাকায় কোন জলদস্যু-বনদস্যু এমনকি ভূমিদস্যুদের স্থান না দেওয়ার ঘোষণা দেওয়ার পর এখন আমাকেই ভূমিদস্যু সাজানোর মিথ্যা গল্প প্রচার করা হচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাই আপনারা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করে আইনের আওতায় আনুন। এতে সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, দায়ের হওয়া অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।